ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
জরুরী নোটিশ :
জনাব মোঃ জসীমউদদীন (রুমান) ব্যতীত অন্য কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের সাথে 'সেনাবন্ধু' বিষয়ক আর্থিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ এবং অগ্রহযোগ্য। সতর্কতায়:- সেনাবন্ধু কর্তৃপক্ষ
আমাদের সম্পর্কে

ক্রমবর্ধমান রাজনৈতিক বিশৃঙ্খলা ও অপরাধ প্রবণতার ঝুকিযুক্ত সমাজ বাস্তবতার মাঝে ‘সশস্ত্র বাহিনীই সুরক্ষার শেষ ভরসা’। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও পিছিয়ে নেই কোন দিক থেকে। দেশের অভ্যান্তরীন শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশ্বশান্তি রক্ষার্থেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সসদ্যদের অংশগ্রহণ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের প্রশংসা কুড়িয়েছে।

এতসব ইতিবাচক অবদানের পরেও নানান অপপ্রচারের কারনে বাংলাদেশের মানুষের মাঝে সশস্ত্র বাহিনী সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্পর্কে দেশের মানুষের মন থেকে সকল ধরণের ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে ২০২৪ সালের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করে ‘সেনাবন্ধু ডট কম’ নামের একটি বিশেষ অনলাইন সংবাদ সংস্থা।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সহজভাবে বলতে গেলে, ‘সেনাবন্ধু ডট কম’ এর সর্বকালীন লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ‘আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের,পরিবারের ও দেশের জন্য ভালো কাজ করা এবং অন্যদেরকেও ভালো কাজ করতে উৎসাহিত করা।‘

‘সেনাবন্ধু ডট কম’ এর সর্বকালীন এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়ন একটি চিরকালীন চলমান পক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে চাঙ্গা রাখতে হলে নিম্নোক্ত কর্মকান্ডগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে।

১। সশস্ত্র বাহিনী সম্পর্কে বাংলাদেশের মানুষের মনের সকল ভ্রান্ত ধারণা দূর করতে নানামূখী কর্মকান্ড পরিচালনা করা।

২। ‘সেনাবন্ধু ডট কম’ সুচিকিৎসা নেটওয়ার্ক গঠন ও পরিচালনা করা। এই প্রকল্পের অধীনে ‘সেনাবন্ধু স্বাস্থ্য ও সুচিকিৎসা সভা পরিচালক’ এবং ‘সেনাবন্ধু স্বাস্থ্য ও সুচিকিৎসা পরিবেশক’ নামের দুইটি পদে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত সেবাদাতা জনগোষ্ঠী তৈরি করা। যারা দেশের মানুষকে স্বাস্থ্যসচেতন ও সুচিকিৎসা গ্রহণের ক্ষেত্রে স্বেচ্ছাদ্যোগী হয়ে সেবা দিবে।

এছাড়া, সেনাবন্ধু সুচিকিৎসা নেটওয়ার্কের অধীনে ফার্মেসী, ডাক্তার, ডায়াগস্টিক সেন্টার, হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম, এ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক ও ব্লাড ডোনারদের তালিকা তৈরি করে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করবে সেনাবন্ধু স্বাস্থ্য ও সুচিকিৎসা পরিচালক এবং পরিবেশকগণ।

৩। সেনাবন্ধু গ্যালারী নেটওয়ার্ক গঠন ও পরিচালনা করা। এই প্রকল্পের অধীনে ‘সেনাবন্ধু গ্যালারী পরিচালক’, ‘সেনাবন্ধু গ্যালারী পরিবেশক’, ‘সেনাবন্ধু গ্যালারী ব্যবস্থাপক’, ‘সেনাবন্ধু গ্যালারী সেচ্ছাসেবক’ ও ‘সেনাবন্ধু পার্সেল ডিলার’ নামের পদ্গুলির জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত সেবাদাতা জনগোষ্ঠী তৈরি করা। যারা দেশের মানুষকে অতিভোগবাদি আগ্রাসন থেকে রক্ষা করতে সচেতন ভোক্তা হতে উৎসাহিত করবে। সেনাবন্ধু গ্যালারী নেটওয়ার্কের অধীনে তিন ধরণের গ্যালারী কার্যক্রম পরিচালিত হবে। (ক) সেনাবন্ধু শপিং গ্যালারী, (খ) সেনাবন্ধু রেন্ট গ্যালারী, এবং (গ) সেনাবন্ধু চ্যারিটি গ্যালারী।

৪। সেনাবন্ধু সাপোর্টিং নেটওয়ার্ক গঠন ও পরিচালনা করা। এই প্রকল্পের অধীনে দেশের প্রতিটি থানা এলাকায় একটি করে ‘ক্যাফে সেনাবন্ধু’ প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে ভোজন রসিক মানুষদের জন্য ‘স্বাস্থ্যকর সুস্বাদু’ খাবারের সরবারহ নিশ্চিত করা এবং ৬০০জনের অধিক উদ্যোক্তা ও কয়েক হাজার শিক্ষিত বেকারের কাজের ব্যবস্থা করা।
এছাড়া সেনাবন্ধু সাপোর্টিং নেটওয়ার্কের অধীনে আরও কয়েকটি উপ-প্রকল্প, যেমনঃ সেনাবন্ধু পাঠচক্র, সেনাবন্ধু কর্মসংস্থান ক্লাব, সেনাবন্ধু ম্যাট্রিমনি সোসাইটি, সেনাবন্ধু প্রশংসা ও সম্মাননা সভা, সেনাবন্ধু শান্তি – শৃঙ্খলা ও সালিশ –মীমাংসা সভা এবং সেনাবন্ধু কমিউনিটি সেন্টার পরিচালনা করা।

৫। সেনাবন্ধু পাবলিশিং নেটওয়ার্ক গঠন ও পরিচালনা করা। এই প্রকল্পের অধীনে সেনাবন্ধু বইবিধাতা, সেনাবন্ধু প্রি-অর্ডার পাবলিশার্স, সেনাবন্ধু বুলেটিন, সেনাবন্ধু অনুসন্ধান ও কেস স্টাডি, সেনাবন্ধু সাক্ষাৎকার ও সেনাবন্ধু সম্পাদকীয় নিয়মিতভাবে প্রকাশ ও প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের সাথে সংযুক্ত থাকা।